গাংনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ
                                    
                                    প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ০৯:৪৮ | আপডেট : ৩ নভেম্বর ২০২৫, ১৯:৫০
                                        
                                    মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় জিল্লুর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী বাজারের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান জোড়পুকুরিয়া গ্রামের আবুছদ্দিনের ছেলে। সে পেশায় ভূষিমাল ও সবজী ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিল্লুর রহমান মোটরসাইকেল যোগে গাংনী বাজারে আসার পথে উত্তর পাড়া এলাকায় পৌঁছানোর পর কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিডিদাশ জানান, জিল্লুর রহমানকে হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে। গাংনী থানার থানার ওসি আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- সর্বশেষ খবর
 - সর্বাধিক পঠিত