গাংনীতে ইটভাটার কাঁদায় প্রাণ গেল বাবার, ছেলে আহত

  মেহেরপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১৫:৫০ |  আপডেট  : ৩ ডিসেম্বর ২০২৪, ১৩:০৮

মেহেরপুরের গাংনীতে ইটভাটার কাঁদায় ওমর আলী (৮০) নামের এক বৃদ্ধের প্রাণ গেল, আহত হয়েছে তার ছেলে নজরুল ইসলাম (৪০)। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সানঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী উপজেলার চিৎলা গ্রামের  মৃত ইয়াদ আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটভাটায় মাটি নিয়ে যাওয়া ট্রাক্টরকে সাইট দেওয়ার সময় স্লিপ করে ওমর আলী ও তার ছেলে নজরুল ইসলাম রাস্তায় ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত ওমর আলীর ছেলে আহত নজরুল ইসলাম জানান, আমি এবং আমার বাবা নিকটাত্মীয়ের জানাজায় যাওয়ার সময় ট্রাক্টর কে সাইড দিতে গেলে ইটভাটায় নিয়ে যাওয়া কাদাযুক্ত মাটি রাস্তায় পড়ে থাকার কারণে স্লিপ কেটে পড়ে যায়। 

গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি, পরিবারের পক্ষ থেকে যদি অভিযোগ দেয় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত