গভীর রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নম্বরপ্লেট রেখে পালিয়ে গেল গাড়ি
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ | আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৩:০৩
এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের সাত দিন পর দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটিতে নারী ও শিশুসহ পাঁচজন ছিলেন। তবে এতে কেউ হতাহত হয়নি।
ভুক্তভোগীরা জানান, তাদের প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে একটি গাড়ি বনানীর দিকে পালিয়ে যায়। নম্বর প্লেটটিও ফেলে চলে যায়। এতে প্রাইভেটকারটির পেছনের দিকটা দুমড়ে-মুচড়ে যায়।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনো দুর্ঘটনার খবর আমার জানা নেই।
গত ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে যানজটের নগরীতে এক নতুন দিগন্তের সূচনা হয়।
প্রকল্প সূত্রে জানা গেছে, এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে শুরু করে মহাখালী, তেজগাঁও, মগবাজার হয়ে কুতুবখালী গিয়ে শেষ হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৫ শতাংশ। ২০২৪ সালের জুনে কাজ শেষ করার লক্ষ্য প্রকল্প সংশ্লিষ্টদের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত