গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর সেক্টর কমান্ডারস ফোরামের মোমবাতি প্রজ্জ্বলন
প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১৬:০২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৫
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ মেহেরপুর জেলা শাখার আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা-৭১ মেহেরপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন(অবঃ) আব্দুল মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, সদর উপজেলা সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর সাধারণ সম্পাদক নূরুল আহমেদ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত