গণপরিবহণে নারীদের একাকী ভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা

  সাদিয়া নওশিন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১১:০৫ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৫১

নারী ও শিশুদের সাথে অপরাধজনিত ঘটনা যেন নিত্যদিনের ঘটনার একটি অংশ। বাংলাদেশে প্রতিদিন গড়ে ১৩জন নারী ধর্ষিত হয়, শুধুমাত্র গণপরিবহণে ৯৪%  নারী যৌন হয়রানির  শিকার হয়। সুষ্ঠ বিচার পেতে ৯৯৯ এ ফোন করার পরামর্শ দেন পুলিশ। কিন্তু সবসময় দ্রুত বিচার পাওয়া সম্ভব হয়ে উঠে না। তাই সতর্ক থাকাটা সবচেয়ে জরুরি। গণপরিবহণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্কতার কোন বিকল্প নেই। 

নারী ও শিশুদের প্রতি যে কোন প্রকার সহিংসতা রোধে জিরো টলারেন্স প্রদর্শনের নীতি অবল্মবন করছে বাংলাদেশ পুলিশ। এ ধরণের যে কোন অপরাধকে সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে সংশ্লিষ্ট সকল ইউনিটের প্রতি। পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে বাংলাদেশ পুলিশ নানা ধরণের সামাজিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। অপরাধ প্রশমনে আইন প্রয়োগের পাশাপাশি অন্যান্য প্রতিরোধমূলক পদক্ষেপও নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে গণপরিবহণে চলাচলকারী নারীদের সম্ভাব্য যে কোন হয়রানী হতে নিরাপদ থাকতে কিছু সতর্কতামূলক পরামর্শ প্রদান করা হয়েছে।

আপনার নিরাপত্তার স্বার্থে নিম্নের পরামর্শ সমূহ অনুসরণ করতে পারেনঃ

* কোন গাড়িতে যাত্রী সংখ্যা খুব কম হলে সেই গাড়িতে ভ্রমণের বিষয়ে সতর্ক থাকুন অথবা অধিক যাত্রী সম্বলিত গাড়ির জন্য অপেক্ষা করুন;

* একাকী ভ্রমণের সময় গাড়িতে ঘুম পরিহারের চেষ্টা করুন;

* বিভিন্ন স্টপেজে যাত্রী নেমে গিয়ে গাড়িতে যাত্রী সংখ্যা খুব কমে এলে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সতর্ক থাকুন; 

* এমন পরিস্থিতিতে আপনার পরিবারের কাউকে অথবা নির্ভরযোগ্য কাউকে মোবাইল ফোনে কল করে একটু উচ্চ শব্দে (গাড়ির ভেতরে থাকা অন্যান্য যাত্রীদের শুনিয়ে শুনিয়ে) আপনার গাড়ির নাম, 
   বর্তমান অবস্থান এবং গন্তব্যস্থল সম্পর্কে জানিয়ে রাখুন। এমনকি, সে মুহূর্তে গাড়িতে কতজন যাত্রী অবস্থান করছেন তার সংখ্যা এবং গাড়ির স্টাফসহ যাত্রীদের সংক্ষিপ্ত বিবরণও জানিয়ে রাখতে 
   পারেন;

* আপনার গন্তব্যে পৌঁছার পূর্বেই গাড়ির সব যাত্রীরা নেমে গেলে তাদের সাথে সে স্টপেজেই নেমে পড়ুন এবং আপনার পরিবারের কাউকে মোবাইলে কল করে সেখানে এসে আপনাকে নিয়ে যেতে বলুন;

* এ সময় আপনাকে নিতে আসা ব্যক্তিটি ঐ স্থানে এসে না পৌঁছানো পর্যন্ত, প্রয়োজন মনে করলে, আপনার সাথে থাকার জন্য যাত্রীদের মধ্য হতে আপনার দৃষ্টিতে নির্ভরযোগ্য কাউকে অনুরোধ করতে 
   পারেন কিংবা যদি অনিরাপদ বোধ করেন তাহলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায্য নিন;

* এছাড়াও, গাড়িতে যাত্রীর সংখ্যা বন্ধু কম থাকা অবস্থায় যদি গাড়ির ভেতরে থাকা কারো মধ্যে অস্বাভাবিক কোন চঞ্চলতা লক্ষ্য করেন এবং প্রয়োজন ছাড়াই গাড়ির দরজা এবং জানালা বন্ধ করে নিতে 
   দেখেন, তাহলে দেরী না করে সাথে সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানান।

* একাকী ভ্রমনের ক্ষেত্রে যে কোনো সময় আপনি অনিরাপদ বোধ করলে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায্য নিতে পারেন;

    
সৌজন্যেঃ

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন, বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত