গণতন্ত্র মঞ্চের সমাবেশ শুরু হতে বিলম্ব, থাকছে না গণ অধিকার পরিষদ
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৭ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৩০
গণতন্ত্র মঞ্চের সমাবেশ শুরু হতে বিলম্ব, থাকছে না গণ অধিকার পরিষদ
‘ভোটাধিকার প্রতিষ্ঠা’, ‘সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তন’ এর দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে গণতন্ত্র মঞ্চ। তবে সময় পার হওয়ার পরেও মঞ্চের শরিক দলের নেতারা উপস্থিত হননি। আর আগের কর্মসূচিতে ‘গুরুত্ব না পাওয়ায়’ এই কর্মসূচিতে অংশই নিচ্ছে না মঞ্চের অন্যতক শরিক দল গণ অধিকার পরিষদ।
সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১১টায় এই বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এ প্রতিবেদন লেখা (পৌনে ১২টা) পর্যন্ত মঞ্চের শীর্ষ নেতারা উপস্থিত হননি।
মঞ্চের নেতাকর্মীদের কাছে বিলম্বের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ‘রাজধানীর বিভিন্ন মোড় থেকে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। যানজটের কারণে দেরি হচ্ছে।’
তবে গণ অধিকার পরিষদের অনুপস্থিতির বিষয়ে কথা বলতে চাইছেন না মঞ্চের শরিক দলের নেতারা। এই বিষয়ে সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, 'অনুপস্থিতির বিষয়টি তাদের (গণ অধিকার পরিষদ) জিজ্ঞাসা করলেই বেশি ভালো হয়।’
যুগপৎ আন্দোলনের বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদ যুক্ত হচ্ছে না বিষয়টি নিশ্চিত করে পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১১ জানুয়ারি যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর দেশে এসে সরাসরি প্রেস ক্লাবের সমাবেশে যোগদান করার কথা ছিল। নুরের সমাবেশে অংশগ্রহণ করার বিষয়টি গণতন্ত্র মঞ্চের অন্য নেতাদের জানালেও তারা সমাবেশ দীর্ঘায়িত না করে দ্রুত শেষ করে দেন। এই কারণে নুর সমাবেশে যোগদান করতে পারেননি। তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের অন্য নেতাকর্মীরা। তাই দলের সকলের সম্মতিক্রমে আমরা আজকের কর্মসূচিতে যুক্ত হচ্ছি না।’
বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের সুসম্পর্ক রয়েছে এবং এক সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করবে জানিয়ে রাশেদ খান বলেন, 'আমরা যুগপৎ আন্দোলনের সঙ্গে আছি। গণতন্ত্র মঞ্চের সঙ্গেও আছি। তবে আমাদের যেহেতু একটি ছাত্র আন্দোলনের মাধ্যমে উত্থান হয়েছে, আন্দোলনটা সামনের দিকে কীভাবে এগিয়ে নিতে হবে এক্ষেত্রে আমাদের একটা অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতা সবার শোনা উচিত এবং আমাদের মূল্যায়ন করা উচিত।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত