জাপানে অনুষ্ঠানে ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশগ্রহনের জন্য বাংলা‌দেশ গ‌ণিত দল‌ যাচ্ছে

গজারিয়ার কৃতি শিক্ষার্থী এস এম এ নাহিয়ান

  লিটন মাহমুদ

প্রকাশ: ৭ জুলাই ২০২৩, ১৮:০৭ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৩:৪৫

এস.এম.এ. নাহিয়ান, পিতা মো: নুরূল আমিন, মাতা শাহানাজ আক্তার, গ্রাম-বৈদ্যার গাঁও, ডাকঘর- উত্তর  শাহপুর, উপজেলা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ । নাহিয়ান ২০১৬ সালে থেকে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশগ্রণ করে আসছে এবং প্রতিবারই আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান/চ্যাম্পিয়ান অব দ্যা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। 

আরো উল্লেখ্য, এস.এম.এ. নাহিয়ান ২০২১, ২০২২ ও ২০২৩ খ্রি: টানা তিনবার জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন অব দ্যা চ্যাম্পিয়ন্স, ২০২২ সালে নরওয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে Honourable Mention, এশিয়া প্যাসিফিক ম্যাথ অলিম্পিয়াডে সিলভার অ্যাওয়ার্ড, ইরানিয়ান জ্যামিতি অলিম্পিয়াডে সিলভার অ্যাওয়ার্ড, Bangladesh Olympiad in Informatics 2023 এ ব্রোঞ্জ মেডেলসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উল্লেখযোগ্য সাফল্যের গৌরব অর্জন করে নিয়েছে! ২০২৩ সালে জাপানের চিবা শহরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করার যোগ্যাতা অর্জন করেছে। ৫ জুলাই রাতে  বাংলাদেশ থেকে জাপানের উদ্দেশ্যে রওয়ান হয়েছে। নাহিয়ানের ভবিষ্যৎ জীবনের জন্য রইল শুভ কামনা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত