খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর বিষয়ে মতামত আসছে আজই
প্রকাশ: ১ অক্টোবর ২০২৩, ১৩:৪৮ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১১:৪১
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে কি না, এ বিষয়ে আজ রবিবার [১ অক্টোবর] মন্ত্রণালয়ে গিয়ে ফাইল দেখে মতামত দেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রবিবার [১ অক্টোবর] দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘তিন দিন ছুটি শেষে আজ অফিস খুলেছে। আমি যতটুকু জেনেছি, খালেদা জিয়ার চিকিৎসার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার পরে আইন মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারির কাছে ফাইলটা রয়েছে। আমি অফিসে গিয়ে ফাইলটা দেখে আজকের মধ্যে মতামত দিয়ে শেষ করবো।’
এর আগে গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশে চিকিৎসার আবেদন করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আবেদন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আগে জেলে যেতে হবে। তারপর সেখানে থেকে আদালতে আবেদন করতে হবে।
প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় বুধবার [২৭ সেপ্টেম্বর] ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিদেশে নিতে যেতে হলে খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আর যদি তাকে যেতে হয় (দেশের) বাইরে, তাহলে এখন যে আমি তাকে বাসায় থাকার অনুমতিটা দিয়েছি, এটা আমাকে তুলে নিতে হবে। তাকে [খালেদা জিয়া] আবার জেলে যেতে হবে এবং আদালতে যেতে হবে। আদালতের কাছে আবেদন করতে হবে। আদালত যদি রায় দেয়, তখন সে যেতে পারবে।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রসঙ্গ টেনে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী যেটা বলেছেন— সেটা হলো আইনের অবস্থান। আমি মনে করি সেটা সঠিক। প্রধানমন্ত্রী আরও বলেছেন যে, খালেদা জিয়ার আগে নির্বাহী আদেশের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ক্ষমতাবলে সাজা স্থগিত করেছেন এবং শর্তযুক্তভাবে প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে তাকে মুক্তি দিয়েছেন। এটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশন। এখন এটা ওপেন করার কোনও উপায় নাই আইনগতভাবে। এটা তিনি পরিষ্কার বলে দিয়েছেন, আইনের অবস্থানই সেটা।’
‘দেশের সব কাজই আইনের মাধ্যমে করতে হয়। আইনের ঊর্ধ্বে গিয়ে করলে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হয়। নির্বাহী আদেশে বিদেশ গেলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেই নির্বাহী আদেশ দিতে হবে। আইনের বাইরে কোনও নির্বাহী আদেশ হতে পারে না’, মন্তব্য করেন আইনমন্ত্রী।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত