খান ইউনিসে ইসরাইলের সঙ্গে হামাসের তীব্র লড়াই চলছে
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৪, ১০:৩৯ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২২:০৫
খান ইউনিস ও এর আশপাশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের তুমুল লড়াই চলছে। আল জাজিরার তারেক আবু আজজুম দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ থেকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, খান ইউনুস শহরটি গত ডিসেম্বর থেকে ইসরায়েলি সামরিক অভিযানের মঞ্চ ছিল। ইসরায়েলি বাহিনী শহরটিতে তার সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করে আসছে।
হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড দাবি করেছে, পূর্বাঞ্চলীয় খান ইউনিসের আজ-জানানা জেলায় নয়জন ইসরায়েলি সৈন্য এবং আমাল এলাকায় আরও পাঁচজন দখলদার সেনা নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, খান ইউনিসে ইসরায়েলি সেনারা বর্তমানে ‘খুব কাছ থেকে নৃশংস ও ভয়াবহ লড়াইয়ে’ লিপ্ত রয়েছে।
তিনি বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী শহরটির বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে এবং সেখান থেকে উদ্ভূত তিনটি টানেল নেটওয়ার্ক ধ্বংস করার প্রক্রিয়াধীন রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত