ক্ষমতায় থাকা ধর্মান্ধরা লাক্ষাদ্বীপকে ধ্বংস করছে: অভিযোগ রাহুলের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২১, ১১:০৩ |  আপডেট  : ১১ নভেম্বর ২০২৪, ০৬:০৬

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস রাহুল গান্ধী বলেছেন, ‘লাক্ষাদ্বীপ সমুদ্রের মাঝে ভারতের একটি রত্ন। ক্ষমতায় থাকা ধর্মান্ধরা যাকে ধ্বংস করে চলেছে’। তিনি আরও বলেন, তিনি লাক্ষাদ্বীপের লোকদের পাশে আছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই কথা বলেন। 

অন্যদিকে, কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন কংগ্রেস লাক্ষাদ্বীপের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য লড়াই করবে। 

গত (সোমবার) কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে একটি চিঠি লিখে লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল প্যাটেলকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি রাষ্ট্রপতিকে প্রফুল প্যাটেলের আমলে নেওয়া সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছেন। 
লাক্ষ্মাদ্বীপ মূলত মুসলিম অধ্যুষিত কেন্দ্রীয় সরকারশাসিত অঞ্চল। জনসংখ্যার প্রায় ৯৭ শতাংশ মুসলিম হওয়ার ফলে ওই দ্বীপ অ্যালকোহলহীন। কেন্দ্রশাসিত ওই অঞ্চলে মদ বিক্রি করা ও পান করা নিষিদ্ধ। কিন্তু নয়া প্রশাসক মদ বিক্রির বৈধতা দিয়েছেন।  

কেন্দ্রীয় সরকার ২০২০ সালের ডিসেম্বরে ওই দ্বীপের প্রশাসক হিসেবে নিযুক্ত করেছিল বিজেপিশাসিত গুজরাটের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা প্রফুল প্যাটেলকে। এরপর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে তিনি সমালোচনার মুখে পড়েছেন। প্রফুল প্যাটেল প্রশাসক হয়ে এসে এই দ্বীপে মদ বিক্রির বার খোলার বিষয়ে অনুমোদন দিয়েছেন। কারণ হিসেবে তিনি পর্যটনে উৎসাহ দিতে চান বলে সাফাই দিয়েছেন।

এর পাশাপাশি তিনি গরুর গোশতও নিষিদ্ধও করেছেন। অঙ্গনওয়াড়ি শিশুদের খাবারের তালিকা থেকে বাদ দিয়েছেন আমিষ খাবার। দুইয়ের বেশি সন্তান আছে, এমন কোনও ব্যক্তি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এসব ছাড়াও বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসক প্রফুল্ল প্যাটেল।

তার বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে পার্শ্ববর্তী কেরালার সিপিএম, কংগ্রেস, মুসলিম লিগ প্রতিবাদ জানিয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনারাই বিজয়ন বলেছেন, প্রশাসকের পদক্ষেপে লাক্ষাদ্বীপের সংস্কৃতি এবং মানুষের জীবনযাপনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তিনি বলেন, এ ধরনের আইন কখনও মানা যায় না।          

লাক্ষ্মাদ্বীপের এনসিপি নেতা মুহাম্মাদ ফয়জল এমপি, কেরালা  কংগ্রেসের টিএন প্রতাপন, সিপিএমের এলমরাম করিম এবং মুসলিম লিগের ইটি মুহাম্মাদ বশীর কেন্দ্র সরকারকে চিঠি লিখে প্রফুল প্যাটেলকে প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন।

মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার লাক্ষাদ্বীপ ও সেখানকার জনগণের সংস্কৃতিকে ধ্বংস করছে। তিনি লাক্ষাদ্বীপ থেকে দ্বীপবিরোধী সমস্ত আইন প্রত্যাহার এবং প্রফুল্ল প্যাটেলকে প্রশাসকের পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত