ক্যাশ অন ডেলিভারিতে প্রেমিকার ঠিকানায় ৩০০ উপহার

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:২১ | আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:১৫

বিচ্ছেদের বদলা নিতে কেউ প্রেমিকার মুখে অ্যাসিড ছোড়ে। কেউ ঘনিষ্ঠ ছবি ভাইরাল করে দেন। আবার কেউ কেউ ঘনিষ্ঠ মহলে নিন্দা করে বেড়ান— এমন ঘটনা হরহামেশাই ঘটে। কিন্তু কলকাতার নদীয়ার এক প্রেমিক এসব পথে হাঁটেননি। বরং প্রেমিকার অফিসের ঠিকানায় পাঠালেন ৩০০টি উপহার।
ভারতের কলকাতার নদীয়ার এক প্রেমিক বিচ্ছেদের বদলা নিতে প্রেমিকার অফিসের ঠিকানায় পাঠালেন ৩০০টি উপহার। উপহারগুলো ধাপে ধাপে পাঠানো হয়। তাও আবার ক্যাশ অন ডেলিভারি করে। অর্থাৎ, প্রেমিকাকে টাকা দিয়ে সেই উপহার সংগ্রহ করতে হতো।
প্রথম প্রথম বিষয়টি বুঝতে পারেননি তরুণী। মনে করছিলেন, কেউ মজা করছে। পরে সংখ্যাটা বাড়তে থাকায় বিরক্ত হয়ে যান প্রেমিকা।
ওই তরুণী ডেলিভারি বয়দের বারবার জানান, উপহার নিতে পারবেন না কারণ সেগুলো তিনি অর্ডারই করেননি। মোবাইল-ট্যাবলেট-টেডি বিয়ার ছোট বড় বিভিন্ন ধরনের উপহার সামগ্রী একের পর এক আসতে থাকে তার বাড়িতে। ই-কমার্সকে কমপ্লেন করলে সেখান থেকেই তাঁর অ্যামাজন এবং ফ্লিপকার্ট এর একাউন্ট ব্লক করে দেওয়া হয়। ই কমার্স সংস্থা থেকে তাকে জানানো হয় এভাবে গিফট অর্ডার দিয়ে গিফট না নেওয়ার জন্য তাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে।
জানা যায়, সুমন শিকদার নামে এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। কিন্তু গত নভেম্বরে সম্পর্ক ভেঙে যায়। কারণ, দামি উপহার চাওয়া। প্রেমিকের কাছে দামি উপহার চাইতেন ওই তরুণী। কিন্তু তা দিতে অক্ষম ছিলেন সুমন। তাই সম্পর্ক ভেঙে যায়। সেই বদলা নিতেই ব্রেক আপের পর প্রেমিকার অ্যাকাউন্ট থেকে অর্ডার করে তার ঠিকানায় উপহার পাঠাতেন তিনি।
পুলিশ বুধবার সুমনকে সল্টলেকের আদালতে হাজির করেছিল। সেখানে তাকে জামিন দেওয়া হয়।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত