কেরালার ওয়েনাডে ভূমিধসে নিহত বেড়ে ২৫৬

প্রকাশ: ১ আগস্ট ২০২৪, ১৩:১৪ | আপডেট : ৮ এপ্রিল ২০২৫, ১৯:৪৪

ভারতের দক্ষিণের রাজ্য কেরালার ওয়েনাডে ভারী বৃষ্টিতে একাধিক ভূমিধসের ঘটনায় নিহত মানুষের সংখ্যা ২৫৬–তে দাঁড়িয়েছে। আহত ২০০ জনের বেশি। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এ তথ্য জানিয়েছেন।
গত মঙ্গলবার কেরালায় ভূমিধসের এসব ঘটনা ঘটে। ভারতীয় বার্তা পিটিআই জানায়, ভূমিধসের ঘটনায় দেশটির সেনারা প্রায় এক হাজার ব্যক্তিকে উদ্ধার করেছেন। এখনো ১৯০ জনের বেশি মানুষ নিখোঁজ।
সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সসহ অন্যান্য সংস্থা দুর্গত এলাকায় আজ বৃহস্পতিবার উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধারকাজে যুক্ত প্রতিটি দলের সঙ্গে থাকছে ডগ স্কোয়াড।
বৃষ্টি ও ভূমিধসে সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় গত দুই দিন উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল।
গতকাল বুধবার ভারতের রাজ্যসভায় দেওয়া ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কেন্দ্রীয় সরকার আগে থেকেই ভূমিধসের আশঙ্কা করেছিল। গত ২৩ জুলাই কেরালা সরকারকে এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু সতর্ক করার পরও রাজ্য সরকার সময়মতো লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেনি।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত