কুড়িগ্রাম সরকারী কলেজের শিক্ষকের জীবন বাঁচানোর আকুতি

  সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ

প্রকাশ: ১২ জুন ২০২১, ১৯:৪৫ |  আপডেট  : ১৯ এপ্রিল ২০২৪, ১৭:৫৯

মানুষ মানষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহনুভুতি কি পেতে পারে না, কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ শাহাদৎ হোসেন (২৯) দ‚রারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে ( Acute Mzeloid Leucomia ) আক্রান্ত। তার বোন ম্যারো ট্রান্সপ্লান্টসহ চিকিৎসার জন্য কমপক্ষে ৮০ লাখ টাকার প্রয়োজন। ডাক্তার সৈয়দা শওকত জেনি জরুরী ভিত্তিতে তাঁকে সিঙ্গাপুর অথবা ভারতে স্থানান্তর করার পরামর্শ প্রদান করেছেন। তিনি ৩৭ বিসিএস এর শিক্ষক ক্যাডারের যোগদান করে সদ্য বিবাহ করেছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (ব্লক-সি, কক্ষ নং- ৩১৫) এক জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন আছেন। দরিদ্র বর্গাচাষীর একমাত্র উপার্জনক্ষম সন্তান শাহদৎ। তার চিকিৎসা ব্যায় তার বাবা রংপুর জেলা সদরের মমিনপুর গ্রামের দরিদ্র কৃষক আয়নাল হকের পক্ষে বহন করা সম্ভব নয়। তিনি তার মেধাবি শিক্ষক ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। সমাজের বিত্তবানরাই পারে তার চিকিৎসার ব্যায় বহন করতে।

কুড়িগ্রাম সরকারি কলেজ পরিবার তাঁর পাশে দাড়িয়েছে প্রাথমিক অবস্থায় ৬লক্ষাধিক টাকা সংগ্রহ করে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। কিন্তু তাকে বিদেশে গিয়েই চিকিৎসা নিতে হবে। সোনালী ব্যাংক,কুড়িগ্রাম শাখায় শাহাদৎ হোসেন চিকিৎসা সহায়তা তহবিল নামে একটি হিসাব খোলা হয়েছে যা অধ্যক্ষ মহোদয় সহ আরও দু’জন কর্মকর্তার যৌথ স্বাক্ষরে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে। সাহায্য প্রদানকারীদের সুবিধার্থে বিকাশ ও নগদ হিসাব খোলা হয়েছে। সহযোগিতার জন্য হিসাব নম্বরঃ ৫২০৮৪০১০২৮৫২৪ রাউটিং নম্বরঃ ২০০৪৯০৪০৭ সোনালী ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখা। বিকাশঃ ০১৭১৬৫৮৩৩৬৯ এবং  নগদঃ ০১৭১৬৫৮৩৩৬৯ নম্বরে পাঠানোর অনুরোধ জানিয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত