কাশ্মিরে তুষারধসের আশঙ্কা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৮ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১২:২৬

বাংলাদেশসহ পশ্চিমবঙ্গ থেকে শীত প্রায় বিদায় নিলেও, উত্তর ভারতে পরিস্থিতি এখনও উল্টো। সেখানে চলছে তুষারপাত। সোমবারের জন্য তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে জম্মু ও কাশ্মিরে, আশঙ্কা করা হচ্ছে হতে পারে তুষারধসও। সেখানকার বাসিন্দাদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করছে সেখানকার আবহাওয়া অফিস। 

গতকাল দেওয়া পূর্বাভাসে বলা হয়, সোমবার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমের উঁচু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ভারি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তিন রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বরফ পড়তে পারে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকাতেও। 

কাশ্মিরে গত কয়েক দিন ধরেই বরফ পড়ছে। রাস্তাঘাট সাদা বরফের চাদরে ঢেকে গেছে। বাড়ি-গাড়ির ওপরেও বরফের আস্তরণ পড়তে দেখা গেছে। এর মাঝে সোমবার আরও তুষারপাতের কারণে তুষারধস নামতে পারে উপত্যকায়। তবে মঙ্গলবার থেকে কাশ্মিরে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। 

জম্মু ও কাশ্মীরের পাটনিটপ হিল স্টেশনের কাছে,জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক থেকে তুষার অপসারণের জন্য একটি তুষার পরিষ্কার করার মেশিন ব্যবহার করা হচ্ছে, রবিবার, ফেব্রুয়ারি ৪,২০২৪।

অত্যধিক তুষারপাতের কারণে কাশ্মির, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে গতকালও। বাতিল হয়েছে অনেক বিমান। জাতীয় সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যায়। পর্যটকরা যার ফলে ভোগান্তির শিকার হয়েছেন। অনেকে পাহাড়ে আটকে পড়েছেন। 

উপত্যকার উঁচু অঞ্চলে ভারী তুষারপাতের খবর পাওয়া গেছে, যখন সমভূমিতে মাঝারি তুষারপাত হয়েছে। তুষার পরিষ্কারের কাজ চলছে কিন্তু রাস্তা পিচ্ছিল হওয়ায় যান চলাচল ধীরগতির। তুষারপাত,যা একটি সংক্ষিপ্ত অবসানের পরে রবিবার আবার শুরু হয়েছিল, কর্তৃপক্ষকে দিনের জন্য শ্রীনগর বিমানবন্দর থেকে সমস্ত অন্তর্মুখী এবং বহির্গামী ফ্লাইট বাতিল করতে বাধ্য করেছিল।

ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা জানিয়েছেন,"শ্রীনগরে খারাপ আবহাওয়ার কারণে দিনের জন্য সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।"

মুম্বাইতে জারি করা একটি বিবৃতিতে প্রাইভেট ক্যারিয়ার ইন্ডিগো বলেছে, তার ছয়টি ফ্লাইট - চারটি শ্রীনগর এবং দুটি লেহ - খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে।

দক্ষিণ কাশ্মীরের পাহলগাম, যা বার্ষিক অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হিসেবে কাজ করে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ।
জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী 'শ্রীনগর' এ সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ০.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

উপত্যকাটি বর্তমানে ২০-দিন-ব্যাপী 'চিল্লা-ই-খুর্দ' (ছোট ঠান্ডা) এর মধ্য দিয়ে যাচ্ছে যা ১০ দিনের 'চিল্লা-ই-বাছা' (শিশুর ঠান্ডা) দ্বারা অনুসরণ করা হবে।

রবিবার, ফেব্রুয়ারী ৪, ২০২৪।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত