কালিয়াকৈরে ব্যাংকে এসি বিস্ফোরণে চারজন আহত 

  গাজীপুর প্রতিবেদক

প্রকাশ: ৮ জুন ২০২২, ১৯:৪৪ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ব্যাংকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এয়ার কন্ডিশন বা এসি) বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। ইউনিয়ন ব্যাংকের মৌচাক শাখায় বুধবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।আহতরা হলেন ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন ও শরিফ উদ্দিন তাহসিন এবং টেকনেশিয়ান জাকারিয়া চৌধুরী ও আমিনুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার স্টেশনের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘এসি বিস্ফোরণে এখন পর্যন্ত চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণে আগুন লাগেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসেছে। আমরা কাজ করছি।’


পরিদর্শক বলেন, ‘দুপুরে ঢাকা থেকে তিনজন টেকনেশিয়ান ইউনিয়ন ব্যাংকের সার্ভার রুমের এসি সার্ভিসিংয়ের কাজ করতে আসেন। সার্ভিসিং চলাকালে হঠাৎ এসির বিস্ফোরণ ঘটে। এতে ব্যাংকের দুই কর্মকর্তা ও দুই এসির মেকানিক আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে মৌচাক পপুলার হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যালে পাঠান চিকিৎসক।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত