কালকিনিতে বোমা হামলায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  এসআর শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১২:৫২ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫

মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মোঃ সুজন সরদার (৩২) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে তথ্যটি নিশ্চিত করেছেন থানা পুলিশ। নিহত সুজন সরদার উপজেলার শিকারমঙ্গল গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে। 

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার এনায়েতনগর এলাকার খালেকেরহাট বাজারে প্রতিপক্ষের বোমা হামলায় আহত হয় সুজন সরদার। পরে আহত ওই যুবককে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আহত সুজন মারা গেছেন। তবে ইতিমধ্যে থানা পুলিশের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগীতায় ওই এলাকা থেকে অভিযান চালিয়ে বেশ কিছু দেশে অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত