কালকিনিতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা বিস্ফোরণে একজন নিহত,আহত-১০
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ১৭:৫২ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ২০:৩১
মাদারীপুরের কালকিনিতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা বিস্ফোরণে ১জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার ফাসিয়াতলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থকদের বিজয় মিছিলে প্রতিপক্ষের হাতবোমা হামলা হয় এতে এমারত সরদার(৪২) নামের এক মুদি দোকনি নিহত হয়েছে। সে কালিনগর গ্রামের ফজল(ফজা) সরদারের ছেলে। এতে আহত হয়েছে আরো ১০জন। আজ(সোমবার) সকালে এঘটনা ঘটে।
জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড.আবদুস সোবহান মিয়া গোলাপের সাথে ঈগল প্রতিক নিয়ে তুমুল প্রতিদ্বিন্দ্বিতা করে বিজয় অর্জন করে স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগম। আর বিজয় অর্জন হওয়ার পরে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর আলীনগর এলাকার কিছু সমর্থক একটি বিজয় মিছিল বের করে কালিগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারে যাওয়ার পথে পরাজিত নৌকার সমর্থকরা হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে হামলা চালায়। এতে এমারত সরদার সহ কমপক্ষে ১০জন আহত হয়। কিন্তু গুরুত্বর আহত এমারত সরদারকে চিকিৎসার জন্য হাতপাতালে নেয়ার পথিমধ্যেই সে মারা যায়। এঘটনায় পুরো এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত