কালকিনিতে বজ্রপাত ঠেকাতে তালের বীজ রোপন

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৯ |  আপডেট  : ১৯ নভেম্বর ২০২৪, ০০:১১

‘তালের চারা রোপন করুন, বজ্রপাত থেকে দুরে থাকুন’ এই শ্লোগানকে সামনে রেখে  মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বা  সের নিজ উদ্যোগে বজ্রপাত ঠেকাতে প্রায় দশ হাজার তালের বীজ রোপন কর্মসূচি গ্রহন করা হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার পাঙ্গাসিয়া ব্লকে একশত তালের বীজ রোপন করে এ কর্মসুচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম ও এসএপিপিও বখতিয়ার উদ্দিন শিকদার প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রতিবছর দুই শতাধিক মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে। যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। স¤প্রতি দেশে বজ্রপাতের ভয়াবহতা বিবেচনায় নিয়ে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে গণ্য করছে সরকার। বজ্রপাত নিরোধে তাল গাছ রোপনে সুফল পেয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। এ ছাড়াও তালের পাতা ঘর ছাওয়া, হাতপাখা, চাটাই ও মাদুর তৈরিতে ব্যবহৃত হয়। গাছের একাংশ দিয়ে বাড়ি ও ডিঙ্গি নৌকা তৈরি হয়। তালের ফল ও শাঁস পুষ্টিকর খাদ্য। তালের রস থেকে গুড়, পাটালী, মিছরি ইত্যাদি তৈরি হয়। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ গাছ। দীর্ঘজীবী তাল গাছ প্রায় একশ’ বছর বাঁচে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস  বলেন, আমি নিজ উদ্যোগে দশ হাজার তালের বীজ রোপনের কর্মসুচি হাতে নিয়েছে। আজ পৌর এলাকায় ১০০শত বীজ রোপন করে এ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বাকী বীজ উপজেলার সকল ইউনিয়নে রোপন করা হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত