কালকিনিতে ফাউন্ডেশনের গাছের চারা কেটে ফেলার অভিযোগ

  শফিক স্বপন,মাদারীপুর

প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ১৫:৪৩ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭

জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে নেদারল্যান্ড প্রবাসী ডক্টরস বদরুজা নাসরিন বেবীর প্রতিষ্ঠিত বদিউজ্জামান ফাউন্ডেশনের বিভিন্ন প্রজাতীর গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এদিকে এই ঘটনায় প্রবাসী বেবী বাদী হয়ে স্থানীয় প্রভাবশালী আক্তার সরদারসহ বেশ কয়েকজনের নামে থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার। 

পুলিশ, এলাকা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার লক্ষীপুর পখিরা গ্রামের সরদার মোঃ বদিউজ্জামানের নেদারল্যান্ড প্রবাসী মেয়ে ডক্টরস বদরুজা নাসরিন বেবী তার নীজ বাড়িতে বদিউজ্জামান ফাউন্ডেশন, মসজিদ, দাতব্য চিকিৎসালয়, মাদ্রাসা ও পাঠাগারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান নির্মান করেছেন। তার নির্মানাধীণ প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন প্রজাতীর গাছ রোপন করেন। কিন্তু বদিউজ্জামান ফাউন্ডেশনে লাগানো বেশ কিছু গাছের চারা শনিবার সকালে কেটে ফেলে রাখে। এই ঘটনায় প্রবাসী বেবী বাদী হয়ে স্থানীয় প্রভাবশালী আক্তার সরদারসহ চারজনের নামে থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

ভূক্তভোগী নেদারল্যান্ড প্রবাসী ডক্টরস বদরুজা নাসরিন বেবী কান্না জরিত কণ্ঠে বলেন, আমি আমার নিজ বাড়িতে বদিউজ্জামান ফাউন্ডেশন, মসজিদ, দাতব্য চিকিৎসালয়, মাদ্রাসা ও পাঠাগারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান নির্মান করেছি। কিন্তু বদিউজ্জামান ফাউন্ডেশনে লাগানো বেশ কিছু গাছের চারা স্থানীয় প্রভাবশালী আক্তার সরদার, কহিনুর বেগম, ইয়ামিন সরদার ও লতিফ সরদার সেই গাছের চারা কেটে ফেলেছে। তাই আমি তাদের নামে থানায় একটি সাধারন ডায়েরী করেছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, নেদারল্যান্ড প্রবাসী ডক্টরস বদরুজা নাসরিন বেবীর প্রতিষ্ঠিত বদিউজ্জামান ফাউন্ডেশনের বিভিন্ন প্রজাতীর গাছের চারা কেটে ফেলার ঘটনায় স্থানীয় আক্তার সরদার, কহিনুর বেগম, ইয়ামিন সরদার ও লতিফ সরদারের নামে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত