কারওয়ান বাজারে আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৪, ১০:৫৯ | আপডেট : ৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯
রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে ছুটে গেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।শনিবার (১৮ মে) সকাল ১০টা ১৭ মিনিটে লা ভিঞ্চি হোটেলের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, সকাল ১০ টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ছুটে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
তবে কীভাবে আগুন লাগল এবং কোনো হতাহত হয়েছে কি না লিমা খানম সে বিষয়ে কিছুই জানাতে পারেনি। আগুন নিভে যাওয়ার পর ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত জানা যাবে।
আগুন লাগার পর আশপাশের এলাকা ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ভবনের বাসিন্দারা নেমে আসেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত