কামরুল হাসান ফেরদৌসের টাকা বিষয়ক দুটি কবিতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২১, ১১:২৫ |  আপডেট  : ৩ মে ২০২৪, ১৪:৪৪

টাকার খেলা-০১ 

টাকার খেলা সেরা ভবে থাকলে টাকা জিত  
টাকাই হলো ভুবন জুড়ে সেরা থাকার ভিত।
থাকলে টাকা টাকার সাথে প্রেমপিরিতি ফাও
টাকা তোমায় জুগিয়ে দেবে যখন যা যা চাও। 

থাকলে টাকা ভ্রমর পাশে করবে উড়াউড়ি 
তেল লাগাতে তেলা মাথায় করবে জুরাজুরি।  
থাকলে টাকা বিবির কাছে তুমিই সেরা স্বামী 
স্বজন এসে বাহবা দিবে বলবে নামি দামি। 

টাকাই মধু টাকাই যাদু টাকায় কী না হয় 
টাকার মানে মান মানুষের উচ্চে নিচে রয়। 
এই সমাজে গুণী গরিব পায় না যদিও দাম
টাকার গুণে দুষ্ট ধনীর সুখ্যাত হয় নাম। 

টাকা টাকা টাকশালে তুই প্লেন পেপারে ছাপা
যার টাকা সে বীর বাহাদুর দাপট বিশ্ব কাঁপা। 
দিনমুজুরী মাস মাহিনা টাকায় কেনা শ্রম 
টাকার গোলাম এই পৃথিবী তংকাহীনের যম।  

টাকাই তবে শেষ কথা নয় চাই না টাকা কড়ি 
জীবন মরণ প্রভুর কৃপা তাঁকেই তালাশ করি।   


টাকার খেলা-০২


টাকার লোভে কাকাবাবু ঘুষ দুর্নীতি করে
দুদক তারে নাই বা ধরুক পাপ না তারে ছাড়ে।
পাপানলে দগ্ধ চাচার বিত্ত বিভব মিছে
মনটা সদা শংকিত রয় চোর কেউ কয় পিছে।

সবাই দেখে চাচার কী সুখ জীবন সফল তার
চাচার ভেতর পুলিশ পুলিশ শান্তি যে নেই আর।
টাকার তোড়া সাপ বিচ্ছু নিত্য কাটে তারে
টাকার বিষে হারায় দিশে যায় নরকের দ্বারে।

পাপের টাকা করতে গোপন চাচার টাকা পাচার 
ভিনদেশে এক বেগম পাড়ায় পাড়ি কাকিমার।
হেথায় করে বাড়ি গাড়ি মেম কাকিমার বাস 
দুগুর মুগুর মনটা কাকার  হয় কী তথ্য ফাঁস ! 

তাও কি কাকা ছাড়ে টাকা রিসকে বাড়ায় রেট
পায় যতো সে চায় আরো যে এত্তো বড়ো পেট।
কুকুরকে দাও মাথায় বারি বিষ্টা তবু চাটে  
এই উপমা ঘুষকাকুদের বেলায় কিন্তু খাটে।  

সত্য ন্যায়ের নতুন মানব সোনার টুকরো এসো
চোর চাচাদের করতে নিরোগ মর্মে চাবুক কষো।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত