কানাডায় দূর্ঘটনার স্বীকার রাম্ভা
প্রকাশ: ২ নভেম্বর ২০২২, ১৬:২১ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪১
সন্তানদের নিয়ে স্কুল থেকে বাসায় ফেরার পথে মঙ্গলবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় অভিনেত্রী রাম্ভা। এই দুর্ঘটনা ঘটে কানাডার টরন্টোতে। পাশের রাস্তা থেকে দ্রুত গতিতে আসা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় এই অভিনেত্রীর গাড়ির। এ দুর্ঘটনায় রাম্ভা সুস্থ থাকলেও তাঁর ছোট মেয়ে সাশা আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে রাম্ভা নিজেই শেয়ার করেছেন। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি ও হাসপাতালে শুয়ে থাকা মেয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, ‘সন্তানদের স্কুল থেকে ফেরার পথে আমাদের গাড়িকে আরেকটি গাড়ি এসে আঘাত করে। গাড়িতে আমি, বাচ্চারা ও ন্যানি ছিলাম। আমরা অল্প আঘাত পেলেও ভালো আছি। আমার ছোট্ট সাশা এখনো হাসপাতালে। খারাপ দিন, খারাপ সময় যাচ্ছে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’
নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন রাম্ভা। ১৯৯২ সালে মালয়ালম ভাষার ‘সরগাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রাম্ভা। এরপর তেলেগু, তামিল, কন্নড়, ভোজপুরী, হিন্দি, ইংরেজি ও বাংলা ভাষার অনেক সিনেমায় অভিনয় করেন তিনি।
রাম্ভা রজনীকান্ত, কমল হাসান, বিজয়, গোবিন্দ, মিঠুন চক্রবর্তী, চিরঞ্জীবের মতো তারকার সঙ্গে অভিনয় করেছেন। ‘জুড়ুয়া’, ‘বন্ধন’-এর মতো জনপ্রিয় সিনেমায় সালমান খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন রাম্ভা।
২০১০ সালে ইন্দ্রকুমার প্রথমানাথন নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন এই অভিনেত্রী। এরপর অভিনয় ছেড়ে স্বামীর সঙ্গে তিনি চলে যান কানাডায়। এখন তিনি দুই মেয়ে আর এক ছেলের জননী। রাম্ভার তিন সন্তানের নাম লানিয়া, সাশা ও শিবিন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত