কাউনিয়া সার ডিলার ও কিটনাশক বিক্রেতার জরিমানা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১৬:৩৮ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮
কাউনিয়া উপজেলা মীরবাগ ও বেইলী ব্রীজ বাজার এলাকায় মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সার ডিলার ও কিটনাশক বিক্রেতার ১৬ হাজার টাকা জরিমানা করেছেন এ·িকিউটিভ ম্যাজিট্রেট ও নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন।
ভ্রাম্যমান আদালত এর পেশকার ফারুক হোসাই জানান, মীরবাগ বাজারের মেসার্স ভাই ভাই সার বিতান এর প্রোঃ মোঃ বেলাল হোসেন এর ১০ হাজার, আব্দুল আজিজ ট্রেডার্স এর প্রোঃ মোঃ আশরাফুল আলম এর ১ হাজার ও বেইলী ব্রীজ বাজারের মেসার্স সাইদ এন্টারপ্রাইজ বিসিআইসি সার ডিলার এর ৫ হাজার মোট ১৬হাজার টাকা জরিমানা করেন এ·িকিউটিভ ম্যাজিট্রেট ও নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কল্লোল কিশোর রায় প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত