কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:৪৩ | আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২২:৩১

পয়লা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সর্বজনীন উৎসব। কাউনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির পৃথক পৃথক নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয়েছে। এ ছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উদ্যোগে দিবসটি পালন করা হয়।
সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, এসো হে বৈশাখ, এর মাধ্যমে বাংলা নববর্ষের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাসস্ট্যান্ড হয়ে পরিষদ চত্বরে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় উপজেলার পরিষদের প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এদিকে উপজেলা বিএনপির পক্ষ থেকে বাংলা নতুন বছর বরণ করতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম শফির নেতৃত্বে হলদীবাড়ি রেলগেট দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ পালনে ইতিবৃত্ত তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ক্যাম্পাসে লোকজ মেলায় আসা প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল বলেন, পয়লা বৈশাখ মহামিলনের দিন, সম্প্রীতির দিন। সবাইকে আপন করে নেওয়ার দিন। আসুন আমরা বিগত বছরগুলোর দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভ, গ্লানি ভুলে গিয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত