কাউনিয়ায় ৬ বছরেও নির্মিত হয়নি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৩, ১৮:০০ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৫২

১৯৭১ এ মুক্তিযুদ্ধে কাউনিয়ায় জানা অজানা বহু মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। মহান মুক্তিযুদ্ধের ৫২ বছর পেরিয়ে গেলেও রংপুরের কাউনিয়ায় আজও নির্মিত হয়নি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ। ফলে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত শহীদদের নাম চিহ্নগুলো হারিয়ে যেতে বসেছে।

কাউনিয়ায় স্থানীয় ভাবে একাধিক বার শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও অর্থ বরাদ্ধ, স্থান সংকট ও সংশ্লিষ্টদের সমন্বয় হীনতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপর বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপির কাছে স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকগণ উপজেলাধীন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মানের দাবী জানান।সেই দাবী ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে এবং বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত রাখতে ২০১৭ সালের ১২জানুয়ারী উপজেলার প্রানকেন্দ্র বালিকা বিদ্যালয় মোড় কড়াইতলায় উপজেলাধীন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মানের ভিত্তি ফলক উম্মোচন করা হয়।

ভিত্তি ফলক উম্মোচন করেন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, আওয়ামীলীগ নেতা মাজেদ আলী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, সাধারন সম্পাদক আঃ হান্নান, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মাহাফুজার রহমান মিঠু, ইউপি চেয়ার আনছার আলী সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এটির বাস্তবায়ন করার কথা এলজিইডি কাউনিয়া। কিন্তু দুঃখ জনক হলেও সত্য ভিত্তি স্থাপনের ৬বছর পার হলেও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মান কাজ শুরু হয়নি, বরং স্মৃতিস্তম্ভের জায়গায় সম্প্রতি পুলিশ বক্স নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেলে প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদকের বাধার মুখে পরে কিছু জায়গা রেখে একটি সাইন বোর্ড লাগায় পুলিশ কর্তৃপক্ষ। দুঃখজনক হলেও সত্য যে, এভাবে বারবার থেমে যাচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ। যে কারণে স্বাধীনতার চেতনার স্বপ্ন আজও স্বপ্নই রয়ে গেছে।

মুক্তিযুদ্ধের সময় অন্যান্য উপজেলার তুলনায় কাউনিয়ার অবস্থা ছিল ব্যতিক্রম। তিস্তা রেল সেতুতে বোম্বিং, শহীদবাগে অগ্নিকান্ড ও গণহত্যা উল্লেখ যোগ্য। বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লাহ জানান, বর্তমান সরকার আমাদের জন্য অনেক করেছেন কিন্তু মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে ধরে রাখতে কাউনিয়ায় আজও নির্মিত হয়নি স্মৃতিসৌধ। স্মৃতিস্তম্ভ নির্মাণের ভিত্তি দিয়েও কোন অপশক্তির বলে ৬বছরেও নির্মান কাজ বাস্তবায়ন হয়নি তা খতিয়ে দেখা প্রয়োজন।

উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি জানান, বিষয়টি নিয়ে এমপি ও উপজেলা চেয়ারম্যান মহদয়ের সাথে কথা বলে কিভাবে নির্মান কাজ সম্পন্ন করা যায় তার ব্যবস্থা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল ইসলাম জানান, শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়টি পরিষদ সভায় সিদ্ধান্ত নিয়ে করার উদ্যোগ গ্রহন করা হবে। মুক্তিযোদ্ধাদের দাবী দ্রুত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ নির্মাণের।

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত