কাউনিয়ায় ২য় দিনের অবরোধে সড়ক ফাঁকা, রেল স্টেশনে ভীড়
প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১৭:১৩ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৫১
বিএনপি-জামায়াতের ডাকা ২য় দিনের অবরোধে কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক সহ সড়ক গুলো ফাঁকা এবং রেলওয়ে স্টেশনে যাত্রী সাধারনের ভীড় ছিল লক্ষনিয়।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অবরোধ চলা কালে কোথায় কোন প্রকার সহিংশ ঘটনা ঘটেনি। বিএনপির রেলগেট অফিস কার্যালয়ে কিছু নেতা কর্মীকে আনাগোনা করতে দেখা গেলেও তারা মিছিল বা কোন পিকেটিং করতে দেখা যায় নি। রংপুর-কৃড়িগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। তবে কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রী সাধারনের ভীড় ছিল বেশ। স্টেশন মাষ্টার মোবারক হোসেন জানান, অবরোধে আতংকের কারনে অনেকেই ভ্রমন বাতিল করেছে, তবে যাদের খুব বেশী জরুরী তারা বের হয়েছেন। স্টেশনে কোন সমস্যা নেই। গণপরিবহণ কম হলেও ব্যক্তিগত গাড়ি বিশেষ করে অটো রিক্সা, মহেন্দ্র, পিকাপ বাধাহিন চলাচল করেছে। দোকান পাট খোলা ছিল, অফিস, আদালত, স্কুল কলেজ চলেছে সাভাবিক। অবরোধে চরম ভোগান্তিতে পড়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মজীবীরা। অবরোধ চলা কালে দুরপাল্লার বাস ব্যাতিত সকল প্রকার যান চলাচল সাভাবিক ছিল। লোক চলাচল কম ব্যাতিত ২য় দিনের অবরোধে কোন উত্তাপ ছিল না। গুরুত্বপূর্ন স্থান গুলোতে অতিরিক্ত পুলিশের অবস্থান ও টহল দিতে দেখা গেছে।
এছাড়া কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিদুল হক এর নেতৃত্বে র্যাবের এইটি চৌকশ দল সার্বক্ষনিক উপজেলার গুরুত্বপূর্ন সড়ক হাট বাজার গুলোতে টহল দিতে দেখা গেছে। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, যে কোন প্রকার নাশকতা ঠেকাতে পুলিশ সর্বদা শর্তক রয়েছে। এপর্যন্ত কোথাও কোন সমস্যার সৃষ্টি হয়নি। সব মিলে কাউনিয়ায় ২য় দিনের অবরোধ শান্তিপূর্ন ভাবে পালিত হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত