কাউনিয়ায় ১৪০০ চাষির মাঝে সার ও বীজ বিতরণ  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১৮:১৬ |  আপডেট  : ২৮ জুন ২০২৪, ০১:৪২

কাউনিয়ায় ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, সমাজসেবা অফিসার মোঃ সামিউল আলম প্রমুখ। কৃষি বিভাগ জানায়, প্রণোদনার আওতায় উপজেলার ১৪০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি সার দেয়া হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত