কাউনিয়ায় ১১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৫ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১১:৫৮

কাউনিয়ায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিমুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ তিস্তা সড়ক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানাগেছে গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিমুর রহমান এর নেতৃত্বে এসআই ওসমান গনি, এসআই মাসুদার রহমান, এসআই আতিয়ার রহমান, এসআই আবু বক্কর সিদ্দিক, এএসআই আনোয়ার হোসেন, এএসআই আশিকুর রহমান, এএসআই মাসুদ রানাসহ একটি দল তিস্তা সড়ক সেতু এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট আদিতমারী থেকে ছেরে আসা ঢাকা গামী ফাইভ স্টার ক্লাসিক বাস তল্লাশি চালিয়ে বাসের যাত্রী আদিতমারী উপজেলার গোবরধন গ্রামের রমিজ উদ্দিনের পুত্র মোঃ আশরাফুল ইসলাম (৪০) এর চাউলের বস্তার ভিতর থেকে ১১০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত