কাউনিয়ায় হাফেজ সমাবর্তন ও সুধী সমাবেশ
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১৯:৩৯ | আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১০:৩০
মাদরাসা ই আল কোরআন একাডেমি রংপুর এর আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে বুধবার অনুষ্ঠিত হয়েছে হাফেজ সমাবর্তন ও সুধী সমাবেশ। কাউনিয়া উপজেলার ঐতিহাসিক টেপামধুপুর কারবালা মাঠে আল কোরআন একাডেমি রংপুর মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠতা আন্তর্জাতিক ইসলামি চিন্তাবিদ সাইয়েদ কামালুদীন আব্দুল্লাহ জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ড. মুহাম্মদ শহিদুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারুফ হাসান, আল কোরআন একাডেমির সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, টেপামধুপুর আউয়ালিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এবিএম আঃ করিম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, অভিভাবক মাওলানা আছগার আলী, মিজানুর রহমান, মিঠাপুকুর উপজেলা সাবেক ভাইসচেয়ারম্যান আব্দুল বাছেদ মারজান। অনুষ্ঠানের আগে আল কোরআন একাডেমি রংপুর এর টেপামধুপুর ইউনিটের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এসময় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রেহেনা বেগম, সহকারী শিক্ষক মিজানুর রহমান কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল কোরআন একাডেমি টেপামধুপুর এর পরিচালক মোঃ মমিনুল ইসলাম। ৯৯
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত