কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১৭:০০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪

কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার মীরবাগ কদমতলার পশ্চিমে মায়া পারটেক্স কোম্পানির সামনে অজ্ঞাত একটি গাড়ি অজ্ঞাত এক পথ চারীকে চাপা দিলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনা স্থলেই মারা যায়। 

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায় শনিবার ভোরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মীরবাগ কদমতলা বাসস্ট্যান্ডের পশ্চিমে অজ্ঞাত গাড়ির চাপায় এক অজ্ঞাত পথচারী কে চাপা দিলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে সড়কেই পড়ে থাকে। দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় পথচারী ওই ব্যাক্তিকে চেনার কোন উপায় নেই। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ এসএম শরিফ জানান শনিবার ভোরে অজ্ঞাত গাড়ির চাপায় এক ব্যক্তি মারা গেছেন। তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত