কাউনিয়ায় শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে আনন্দ মিছিল
প্রকাশ: ৬ আগস্ট ২০২৪, ২০:৩৫ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩
রংপুরের কাউনিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পতাকা হাতে নিয়ে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র, বিএনপি, জামাত, ও জনসাধারণ জনগণ। গত সোমবার বিকালে আনন্দ মিছিল বাসস্ট্যান্ড এলাকা থেকে বের করা হয়। মিছিলটি সানাইমোড়, রেল স্টেশন সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এসে শেষ হয়। আনন্দ মিছিলে এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা জানান, ছাত্র আন্দোলনের ফলে আজ আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা এমন একটি দেশ দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। আমরা মনে করি স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে তা আমরা পেয়েছি। তাই সেই আনন্দে আনন্দ মিছিল করছি। মিছিলে অংশগ্রহণকারী জনি, মোসাব্বির, আসাদুল জানান, আজ অনেক বছর পর নিজেকে স্বাধীন মনে হচ্ছে। সেই আনন্দে পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেছি। এই বাঁধভাঙ্গা আনন্দ মুখে বলে বুঝানো সম্ভব নয়। নিজদর্পা গ্রামের রাসেল জানান, এই স্বাধীনতা জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে সে স্বাধীনতা পেয়েছি সেই আনন্দে মিছিল করছি। উপজেলার বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করার খবর পাওয়া গেছে এবং সাধারন মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত