কাউনিয়ায় লাইসেন্সবিহীন চলছে ঔষধ ব্যবসা  

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২ অক্টোবর ২০২৩, ১৮:২৫ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬

কাউনিয়া ও আশপাশ এলাকায় ড্রাগ ও ট্রেড লাইসেন্সবিহীন চলছে ঔষধ ব্যবসা। রেনিটেড গ্রুপের নিষিদ্ধ ঔষুধ বিক্রি থামছে না। ঔষধের মূল্য যার কাছে যেমন পাচ্ছে সে ভাবেই নিচ্ছে। আইনের তোয়াক্কা না করে এখানকার ফার্মেসী গুলো প্রেসক্রিপশন ছাড়াই এন্টিবায়োটিক ঔষুধ বিক্রি করছেন নির্দিধায়। কাউনিয়ায় হারাগাছ পৌর সভা সহ ছয়টি ইউনিয়নের হাট বাজার গুলোতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ফার্মেসী। কোন কোন ফার্মেসীর ড্রাগ লাইসেন্সতো নেই এমনকি পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক ট্রেড লাইসেন্সও নেই। হারাগাছ যেন মগের মুল্লুক। শ্রমিকরা অধিকাংশ মূখ্য তাদের পুঁজি করে ফার্মেসী ব্যবসায়ীরা নিষিদ্ধ ঔষুধ সাজিয়ে রেখেছে ফার্মেসী গুলোতে। এসব সরানোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত। হারাগাছ পৌরসভাসহ ছয়টি ইউনিয়নের প্রতিটি হাটবাজারসহ গ্রামে গঞ্জে গড়ে উঠেছে অসংখ্য ফার্মেসী। শুধু তাই নয় বিভিন্ন বাজারে পানের দোকান ও মুদির দোকানেও ঔষধ বিক্রি হচ্ছে নিয়ম না মেনে। এলাকার অভিজ্ঞ মহল বলছেন ঔষধ একটি সেনসেটিভ বিষয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা ব্যবস্থা গ্রহন করা। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত