কাউনিয়ায় যুবলীগের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১৮:১৪ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২০:১৯

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পুর্তি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাউনিয়া উপজেলা যুবলীগ নেতা মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে গত শুক্রবার রাতে বালিকা বিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেক কাটা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিকা বিদ্যালয় মোড়ে পথ সভায় মিলিত হয়। 

পথ সভায় সভাপতিত্ব করেন যুবলীগ নেতা মোঃ ইউসুফ আলী। এতে বক্তব্য রাখেন যুবলীগ নেতা সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম, ইউসুফ আলী (ছোট), অটো মালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, হারাগাছ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন সরকার, যুবলীগ নেতা মোঃ ডালিম, কুর্শা ইউনিয়ন যুবলীগ নেতা মিলন, সিদ্দিক, জসিম, ফুয়াদ হোসেন ও মতিয়ার রহমান প্রমূখ। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত