কাউনিয়ায় যাত্রীবাহী বাস থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৮
কাউনিয়া উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের হলদিবাড়ি মুজিব নগর এলাকায় বুধবার সন্ধার আগে বাসের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পা পিঁছলে বাসের নিচে পড়ে গিয়ে রিয়াজুল ইসলাম রাজু (৬০) নামের এক ব্যক্তি ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে বুধবার সন্ধার আগে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পূর্ব শিববাড়ি খালি ভিটা গ্রামের বাসিন্দা নূরুল হকের পুত্র রিয়াজুল ইসলাম রাজু (৬০) যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো ব-১৩-০৪৮৮ যোগে বাড়ীতে ফেরার সময় কাউনিয়া উপজেলার হলদিবাড়ি রেল গেটের পশ্চিমে মুজিবনগর নামক স্থানে পৌঁছিলে বাসের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসের নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনা স্থলেই মারা যান। ঘাতক বাসটি কে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ এসএম শরিফ সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত