কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:২১ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৪:০৩

কাউনিয়া যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শহীদ স্মৃতি স্তম্ভে বৃহস্পতিবার পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, কাউনিয়া  থানা অফিসার ইনচার্জ  মোন্তাছের বিল্লাহ, মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত