কাউনিয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৭ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ২০:৪৫

যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৩। বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করে। 

এদিকে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সুচনা, জাতীয় পতাকা উত্তোলন ও সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবনে আলোকসজ্জা, শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও বিশেষ মোনাজাত। মোফাজ্জল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজে সালম প্রহণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক ও থানা অফিসার ইনচার্জ মাহাফুজার রহমান। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, হাসপাতাল, এতিমখানা গুলেতে উন্নতমানের খাদ্য পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা সভা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, থানা অফিসার ইনচার্জ মাহাফুজার রহামন, বীর মুক্তিযোদ্ধা কম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, সাবেক কমান্ডার আজিজুল ইসলাম মোল্লা, লিয়াকত আলী প্রমূখ।

এদিকে আওয়ামীলীগ, বিএপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও যথাযথ মর্যাদায় দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে। ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৫২তম বর্ষ। হাজার বছরের গর্বিত বাঙ্গালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃংল ভেঙ্গে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙ্গালি জাতি। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখন্ড হিসেবে অস্তিত্ব জানান দেয় বাংলাদেশ। চির অহংকারের লাল-সবুজের বিজয় নিশান উড়ানোর দিন আজ।



 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত