কাউনিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালিত

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১০:৪০ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ২১:৩৮

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে কাউনিয়ায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে স্বাধীনতা দিবসের সুচনা করা হয়। পরে শুরু হয় জাতির সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, ডিসপ্লে, প্যারেড প্রদক্ষীন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে মুক্তিযুদ্ধের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আবদুল হাকিম, ওসি মাহাফুজার রহমান, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ হান্নান সহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দিবসটিতে সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বেসরকারী, সামাজিক ও ব্যবসা প্রতিষ্ঠান, রাজনীতিক সংগঠন গুলো জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। মেডিকেল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত