বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার
কাউনিয়ায় বিভিন্ন সরকারী দপ্তরে মূল্যবান গাছ গুলো নষ্ট হয়ে যাচ্ছে
প্রকাশ: ৩ নভেম্বর ২০২২, ১৮:১৭ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ২২:২৫
রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন সরকারী দপ্তরে ঝড়ে পড়া মূল্যবান গাছ গুলো নিলামে না দেয়ায় নষ্ট ও পচে গেলেও কর্তৃপক্ষের নজরে আসছে না। ফলে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।
সরেজমিনে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখাগেছে দীর্ঘ দিন ধরে হাজার হাজার টাকা মূল্যের বেশ কিছু ঝড়ে পড়া গাছ তা কেটে এক জায়গায় রাখা হয় আবার কিছু কাছ এখনও কাটা হয়নি। ইতো মধ্যে কাটার সময় বেশ কিছু ডাল পালা ডুম খোয়া যায়। এরপর কর্তৃপক্ষ নিলামের ব্যাবস্থা না করায় ধীরে ধীরে গাছ গুলো নষ্ট ও পচে যাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের একটি গাছ প্রায় ১ বছর আগে প্রাচীর ভেঙ্গে পড়ে থাকলেও তা আজও আপসারন করা হয়নি। বিভিন্ন দপ্তরের প্রায় শতাধিক গাছের ডুম বর্তমানে কমতে কমতে এখন ৩০-৩৫টি গাছের ডুমে দাড়িয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কর্মকর্তা ডাঃ মীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান গাছ নিলামে দেয়া তার এখতিয়ারে নাই। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান, বন বিভাগের কর্মকর্তাকে জানান হয়েছে তারা মূল্য নির্ধারন করে দিলে নিলামের ব্যবস্থা করা হবে। কাউনিয়ায় দীর্ঘদিন ধরে এভাবে সরকারের সম্পদ নষ্ট হলেও যেন কারও কিছু করার নাই। সরকারের সম্পদ রক্ষা ও রাজস্ব আয় বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন বলে বিজ্ঞ মহল করছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত