কাউনিয়ায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আরিফা ফুড প্রোডাক্টস এর ১০০০ গাছের চারা বিতরণ
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৫ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:১৪
গাছ আমাদের পরম বন্ধু। গাছের তৈরি অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে আছি। গাছ নানাভাবে মানুষের উপকার করে। ফল, ফুল, কাঠ, অক্সিজেন, ছায়া এ সবকিছুই আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। এই সব বিবেচনায় নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাউনিয়ায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আরিফা ফুডপ্রাডাক্টস এর পক্ষ থেকে রবিবার ১০০০ গাছের চারা বিতরণ করা হয়।
কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ানের ৯টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ, মাদ্রসা ও ঈদগাঁ মাঠের জন্য ফলজ, বনজ ও ঔষধী এসব গাছের চারা বিতরণ করা হয়। গাছারে চারা বিতরণর ও রোপনের উদ্বোধন করেন আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানার মোহতামীম আলহাজ¦ মাওলানা আব্দুল কুদ্দুছ, গদাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, ইউপি সদস্য শাহ আলম, মহির উদ্দিন, আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জহির রায়হান, বণিক সমবায় সমতির সাবেক পরিচালক শাহাজাহান মন্ডল প্রমূখ। গাছের চারা রোপন কালে আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান বলেন গাছ রোপনের কথা আমাদের নবী বলেগেছে, এছারা গাছের ফুলের সৌন্দর্য মনকে প্রফুল্ল করে। ফল মানুষের পুষ্টি জোগায়। গাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে থাকি। গাছ থেকে ছায়া পাই। এই গাছই আমাদের বিভিন্ন প্রকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। এছাড়াও গাছ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমরা প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করি। গাছ আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়, এসব কারণ বিবেচনায় গাছ বিতরণের এই উদ্যোগ গ্রহন করি।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত