কাউনিয়ায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশ: ৫ নভেম্বর ২০২২, ১৮:৫৫ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২২:১৫
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কাউনিয়া উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শনিবার পালিত হয়।
উপজেলা ক্যাম্পাসে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে আলোচনা সভা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মায়াবাজার কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি আলিমুল রেজা খান জুয়েল। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক গ্রেনেট, বিশিষ্ট্য সমবায়ী হুমায়ুন কবির তারা, ভোলা রাম দাস, আফজাল হোসেন, লাকী বেগম, সহকারী পরিদর্শক রবিউল ইসলাম, রেহেনা পারভিন প্রমূখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী সারওয়ার আলম মুকুল, শ্রেষ্ঠ সমিতি বিন্দু থেকে সিন্দু সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, শ্রেষ্ঠ উদ্যোক্তা আকরাম হোসেন অরেঞ্জ, রেনেসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, সফল মৎস্যজীবি ধুমেরকুঠি টেপড়িকুড়ার পাড় মৎস্যজীবি সমবায় সমিতি সহ বিভিন্ন সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত