কাউনিয়ায় বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১৯:১৩ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩১
আগামী ১০ ডিসেম্বর বিএনপি ঢাকায় মহাসমাবেশ করে আওয়ামীলীগ সরকার কে লাল কার্ড দেখাবে। আমাদের আন্দোলন অহিংস আন্দোলন, তেল, বিদ্যুৎ, চিনি সহ দ্রব্য মূল্যর দাম কমানোর দাবীর আন্দোলন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন। বিএনপির নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আন্দোলনে সরিক হতে হবে। আগামী ২৯শে অক্টোবর বিএনপি'র রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপি'র আয়োজনে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসার সভাপতিত্বে কাউনিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন গোডাউন হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রত্না বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি, জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, আমিনুল ইসলাম, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডঃ মোজাহারুল আলম বাবলু, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদ বিএসসি, সারাই ইউনিয়ন বিএনপির সভাপতি আনছার আলী, হারাগাছ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী লিটন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত