কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন

প্রকাশ: ১৫ জুন ২০২১, ১৬:০৯ | আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৩
1.jpg)
কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ১,২,৩,৪ ও ৫ ওয়ার্ডের কৃষক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন রবিবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কৃষক লীগ বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন চেয়ারম্যান এম এ হান্নান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন মাষ্টার, আবদুল জলিল,সাংগঠনিক সম্পাদক জমশেদ আলী, সন্মেলনের উদ্ধোধন করেন উপজেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লা, বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, যুগ্ন সম্পাদক জহির রায়হান, উপজেলা কৃষক লীগ সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক জগদীশ চন্দ্র সিংহ, বালাপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, ৫নং ওয়ার্ড কৃষক লীগ নেতা মশিউর রহমান, ৮ নং ওয়ার্ড নতা আতাউর রহমান প্রমূখ । দ্বিতীয় পর্বে বালাপাড়া ইউনিয়নের ১,২,৩, ৪ ও ৫নং ওয়ার্ডের কৃষক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত