কাউনিয়ায় বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রনয়ন সভা
প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১৯:২১ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৮:২১
কাউনিয়ায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা তাহ্মিনা তারিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২০২২-২৩ বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সিি তা রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা ইয়াসমিন, ডাঃ মোছাঃ আবেদা আকতার, শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী শিউলি রিচিল, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, সহকারী অধ্যাপক শাহ মোবাম্বারুল ইসলাম রাজু, জানো প্রকল্পের আসিটি অফিসার মাহমুদা খাতুন, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার কল্পনা রানী ও মোছাঃ শাহানা ইয়ামিন, এফপিআই পরিমল চন্দ্র সরকার, জানো প্রকল্পের রিপোর্টিং অফিসার আব্দুল হালিম মন্ডল গাজী, ফিল্ড অফিসার (স্কুল) হরিদাস চন্দ্র বর্ম্মণ, ফিল্ড অফিসার (অপারেশন) আবু বক্কর সিদ্দিক প্রমূখ। সভায় গত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন,জানো প্রকল্পের অগ্রগতি, ইউএনসিসি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, উপজেলা বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা ২০২২-২৩ প্রনয়নসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত