কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৩, ১৭:০৩ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৪২
সমবায়ে গড়ছি দেশ স্মাট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্য কে সামনে রেখে কাউনিয়া উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শনিবার পালিত হয়।
উপজেলা ক্যাম্পাস থেকে র্যালী করে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে আলোচনা সভা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন বণিক সমবায় সমিতি লিঃ এর সাবেক সম্পাদক বিশিষ্ট্য সমবায়ী সারওয়ার আলম মুকুল, মায়াবাজার কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সম্পাদক মজিবর রহমান, কালব এর সভাপতি হুমায়ুন কবির তারা, বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম, বিন্দু থেকে সিন্দু সার্বিক গ্রাম উন্নয়ন সঃ সমিতির সভাপতি নূর মোহাম্মদ, রেনেসা সার্বিক গ্রাম উন্নয়ন সঃ সমিতির সভাপতি আকরাম হোসেন অরেঞ্জ, অগ্রদূত বহুমূকী সঃ সমিতির ম্যানেজার মঞ্জুরুল হাসান, সমবায়ী ভোলারাম দাস, সহকারী পরিদর্শক রবিউল ইসলাম, রেহেনা পারভিন প্রমূখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী উদ্যোক্তা (উৎপাদন) মাকুর সভাপতি মোছাঃ রঞ্জনা বেগম, শ্রেষ্ঠ সমবায় সমিতি (সমবায় বাজার ব্যবস্থাপনা) রেনেসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, সর্বোচ্চ সিডিএফ প্রদান কারী সমিতি শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, সর্বোচ্চ সমবায় আইন ও বিধি অনুসরণকারী সমিতি ৫নং কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতি, গ্রামীন অর্থনীতিতে অবদান রাখা বিন্দু থেকে সিন্দু সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, মৎস্যচাষে অবদান ধুমেরকুঠি টেপড়ীকুড়ারপাড় মৎস্যজীবি সমবায় সমিতি, সফল সমবায় সমিতি (সাধারন) বার্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, সফল সমবায় সমিতি (কালব) স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত