কাউনিয়ায় প্রয়াত এ্যাডভোকেট হাবিবুর রহমানের স্ত্রী ইন্তেকাল

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ১৮:৫২ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:২২

কাউনিয়া বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এ্যাডভোকেট হাবিবুর রহমান এর স্ত্রী মরিয়ম বেগম (৭২) শনিবার সকালে নিজ বাড়িতে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ---রাজেউন)। শনিবার বিকাল সাড়ে পাঁচটায় তার গ্রামের বাড়িতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যু কালে ৩ পুত্র ৫ কন্যা আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, শহীদবাগ ইউপি চেয়ারম্যান আঃ হান্নান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল মরহুমার আত্মার মাগফেরাত কামনা সহ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানেিয়ছেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত