কাউনিয়ায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা ২০২৪   

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১৯:০০ |  আপডেট  : ২ মে ২০২৪, ০২:১২

প্রানিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়া উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে কাউনিয়া বালিকা বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কেন্দ্রীয় ভাবে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন করেন। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায়, প্রাণিসম্পাদ অধিদপ্তর কর্তৃক কাউনিয়া উপজেলা পর্যায়ে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর আয়োজন করা হয়। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আমবার আলী, রংপুর সরকারি মুরগী প্রজনন ও উন্নয়ন খামারের উপ-পরিচালক মোঃ নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুমি বেগম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ শাকিল আহমেদ, খামারী জুলফিকার হায়দার, রাবেয়া বেগম প্রমূখ। আলোচনা শেষে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। প্রদর্শন তে ৪০টি স্টল স্থান পায়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত