কাউনিয়ায় প্রাকৃতিক খাবার খেয়ে মোটা তাজা করণ তাজ এগ্রো গরুর খামার উদ্বোধন
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৪, ১১:৩৫ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯
কাউনিয়া উপজেলায় কৃষিবিদ প্রোপাইটার জিন্নাতুন ফেরদৌসের আয়োজনে গরু প্রাকৃতিক খাবার খেয়ে মোটা তাজা করণ তাজ এগ্রো গরুর খামার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে উদ্বোধন করা হয়।
তাজ এগ্রো গরুর খামার উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমি বেগম। বক্তব্য রাখেন উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ শাকিল আহমেদ, ডাঃ মোস্তাফিজার রহমান, মায়ের দোয়া বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ তাজরুল ইসলাম, সমাজ সেবক একেএম ফজলুল হক, জামিউল উলুম মাদরাসার মুফতী সালীম মুহতামিম প্রমুখ। কৃষিবিদ জিন্নাতুন ফেরদৌস জানান এই খামারে গরুকে প্রাকৃতিক খাবার খাওয়ায়ে মোটা তাজা করণ করা হবে। থামারে গরুর যে গবর হবে সেটা দিয়ে ট্রাইকো-কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট উৎপাদন করা হবে। আলোচনা শেষে ফিতা কেটে খামারের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বৃহস্পতিবার তাজ এগ্রো গরুর খামারের উত্তরোত্তর সাফল্য কামনা ও দেশ এবং জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত