কাউনিয়ায় পুকুরে ডুবে কামারের মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৯ |  আপডেট  : ২৬ নভেম্বর ২০২৪, ১৩:৫৮

কাউনিয়ায় পুকুরের পানিতে ডুবে বৃহস্পতিবার রাতে ছলিম উদ্দিন (৫৫) নামের এক কামারের মৃত্যু হয়েছে। 

পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদী বাড়ী গ্রামের পরশ আলীর পুত্র ছলিম উদ্দিন (৫৫) সন্ধ্যায় স্টেশন বাজারে কেনা কাটা করে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বাড়ীর দিকে রওনা দেয়। পথিমধ্যে পেট ব্যাথা শুরু হলে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে স্থানীয় ময়নার দিঘীতে পানি খরচ করতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে পরে ডুবে মারা যায়। মৃত্যুর আগে ফোন করে তার স্ত্রী কে জানায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সে পুকুরে পানি খরচ করে বাড়ীতে আসতেছে। এক পথচারী মহিলা পুকুরের পানিতে আলো জ্বলতে দেখে কয়েক জন পথচারী কে থামিয়ে বিষয় টি দেখান। এক সাহসী যুবক পানিতে আলো জ্বলা স্থানে হাত দিয়ে লাইট জ্বালানো মোবাইলটি উপরে তোলেন। পরে বড় টর্চ লাইট জ্বালিয়ে পুকুরে তল্লাশি চালালে একটি লাশ পানিতে ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে ছলিম উদ্দিনের স্ত্রী এসে তার স্বামীর লাশ শনাক্ত করে। থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান পানিতে ডুবে মারা যাওয়া বিষয় টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত