কাউনিয়ায় পাঞ্জরভাংঙ্গা গ্রামে মসজিদের লকার ভেঙ্গে টাকা চুরি!
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৮ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩১
রংপুরের কাউনিয়ায় পূর্ব পাঞ্জরভাংঙ্গা জামে মসজিদের লকার ভেঙ্গে বিপুল পরিমান টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার।
জানা গেছে বালাপাড়া ইউনিয়নে ১৯৪৭ সালে স্থানীয় মুরুব্বিরা নিজ উদ্যোগে স্থাপন করেন পূর্ব পাঞ্জর ভাংঙ্গা জামে মসজিদ। গতকাল রবিবার দিনে দুপুরে মসজিদের লকার ভেঙ্গে কে বা কাহারা বিপুল পরিমান টাকা চুরি করেছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রবিবার দুপুরে যোহরের নামাজ আদায় করতে গিয়ে মসজিদের মুয়াজ্জিন মহির উদ্দিন দেখেন মসজিদের দরজার তালা ভাঙ্গা, তিনি ভিতরে প্রবেশ করে দেখেন লকারও ভাঙ্গা। পরে তিনি মসজিদের সহ-সভাপতি ও ক্যাশিয়াকে বিষয়টি অবহিত করেন। মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল হাকিম বলেন, প্রতি জুমার দিনে ২-৩ হাজার টাকা উঠে সেই টাকার সহ বিভিন্ন অনুদানের টাকা আমরা মসজিদের ক্যাশিয়ারের মাধ্যমে জমা করে থাকি। আল্লাহর ঘরের জন্য দান কৃত টাকা চুরির বিষয়টি খুবই দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি অতি দ্রুত যেন এই চোর চক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনতে পারেন।
মসজিদের সেক্রেটারি আবু বক্কর বলেন গতকাল ১১ টার দিকে মসজিদের চট ক্রয়ের জন্য মসজিদ কমিটির সহ-সভাপতি সহ আমরা রংপুরে যাই সেখান থেকে ফিরে এসে জানতে পারি মসজিদের লকার ভেঙ্গে কে বা কাহারা প্রায় ৬৮ হাজার টাকা চুরি করেছে। চোরকে চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। ৫নং বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনছার আলী জানান, মসজিদের টাকা চুরির ঘটনা খুবই দুঃখজনক। এ ব্যাপারে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত