কাউনিয়ায় নিত্যপণ্যের বাজার দ্বিগুন
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১০:২৪ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৮:২২
বেশকিছুদিন থেকে দেশের অস্থিরতায় নিত্যপন্যের বাজার সাধারন মানুষের নাগালের বাহিরে চলে গেছে। বাজার নিম্ন আয়ের মানুষ গিয়ে হতাশ হয়ে বলছে আয়ের সাথে ব্যায়ের কোন মি নাই। চাল ডাল তেল লবন সবজি এমন কি জীবন রক্ষাকারী ঔষধ সহ এমন কোন পণ্য নাই যার মূল্য বৃদ্ধি পায়নাই। নিম্ন আয়ের মানুষ অসহায়ের মত দোকানদার আর পকেটে রাখার টাকার দিকে তাকিয়ে আলতো করে খালি ব্যাগটা হাতে নিয়ে ফিরে যায় বাজার থেকে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে প্রতিটি সবজির দাম রকম ভেদে ২০ থেকে ৪০টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যে কাউনিয়া থেকে সবজি রফতানি হয় বিভিন্ন জেলায় আজ সেই কাউনিয়ায় সবজির বাজার চরা। কেন এমন হচ্ছে এর উত্তর কারও জানা নেই, আর যারা জানেন তারা হয়তো সাহস করে বলতে পাচ্ছেন না, আর বলেই বাকি হবে? প্রতিকার তো নেই। কাচা মরিচের ঝাল না থাকলেও দামেই ঝাঁজ বেড়েছে কয়েকগুন। গরিবের খাবার মোটা চাল কেজিতে বেরেছে ১০টাকা। ভারত থেকে পিয়াজ মরিচ আমদামী বন্ধ হলেই বাজার নিয়ন্ত্রন হারায়। সাবেক বানিজ্যমন্ত্রীর এলাকা কাউনিয়া উপজেলার হাট-বাজারে হুহু করে প্রতিটি নিত্যপন্যের দাম বাড়তে থাকে। বেশ কিছু দিন থেকে নিত্যপন্যের দাম বেড়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষেরা চোখে অন্ধকার দেখছেন। তকিপল বাজারের কাঁচা তরিতরকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন আঁড়তে মরিচ পিঁয়াজ ও বিভিন্ন সবজির দাম বৃদ্ধি পাওয়ায় তারাও ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করছেন। কাউনিয়া মধুপুর রোডের মুদী ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, পন্য পরিবহনে গাড়ি না থাকায় এবং অস্থিরতার কারনে বেশ কিছু নিত্যপন্যের দাম বৃদ্ধি পেয়েছে। মাছ বাজারের কাঁচা তরিতরকারি ব্যবসায়ী খলিলুর রহমান ও শাজাহান আলী বলেন মরিচ পিঁয়াজ ও সবজির আমদানি বন্ধ হওয়ায় হঠাৎ করে আঁড়তে দাম বেড়ে গেছে। সাধারন মানুষ নিত্যপন্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ দাবী করেছেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত